শিরোনাম: “ভালবাসার দ্বীপ – দীপা আর জয়া”

 


আমি আশিক, এক সাধারণ ছেলে। কিন্তু আমার ভালবাসার কাহিনী একেবারেই সাধারণ নয়। কারণ আমি ভালবেসে ফেলেছি দুই অসাধারণ নারীকে — দীপা খন্দকার আর জয়া আহসান। দুজনই একে অপরের খুব ঘনিষ্ঠ বান্ধবী।

বিষয়টা শুরু হয়েছিল একেবারে হঠাৎ করেই।

একদিন সন্ধ্যায় গুলশানের এক কফিশপে আমি, দীপা খন্দকার আর জয়া আহসান আড্ডা দিচ্ছিলাম। মজার ছলে বলেই ফেললাম—
“দুজনকেই যদি একসাথে ভালবাসতে চাই, তবে কী হবে?”

দীপা হেসে বলল —
“আহা পাগল! তুই পারিসও বটে!”

জয়া চোখ টিপে বলল —
“কিন্তু আমরা যদি রাজি থাকি তাহলে?”

আমি তো থ! মনে হচ্ছিল স্বপ্ন দেখছি।

তারপর থেকেই শুরু এক অন্যরকম রোমাঞ্চ।

একদিন দীপার ফ্ল্যাটে আমাদের তিনজনের সিক্রেট ডেট। দীপা শাড়িতে যেন আগুন, আর জয়া কামিজে একেকটা ঝড়। দুজনেই আমাকে নিয়ে ঠাট্টা-মশকরা করছে।

জয়া হাসতে হাসতে বলল —
“আশিক, আজ আমরা দুজন মিলে তোর পরীক্ষা নেব।”

দীপা বলল —
“দেখি তো, সত্যিকারের প্রেমিক কীভাবে দুজনকে একসাথে সামলায়।”

আমি হাসলাম —
“তোমরা দুজন মিলে থাকলেই আমার পৃথিবী পুরা। তোমাদের মাঝখানে আমি রাজা।”

তারপর কী হলো জানো? তিনজন একসাথে কফিতে চুমুক, একে অপরকে জড়িয়ে ধরা, খুনসুটি, হাসাহাসি, আর ভালবাসার এক অদ্ভুত মিশ্র অনুভূতি।

সেই রাতে মনে হয়েছিল —
ভালবাসা মানে বেঁধে রাখা নয়, ভালবাসা মানে মুক্ত করে দেওয়া... একসাথে থাকার আনন্দে নিজেকে বিলিয়ে দেওয়া।

আমার দীপা আর জয়া — আমার হৃদয়ের দুই প্রান্ত। তাদের মাঝখানে আমি — ভালবাসার সৌভাগ্যবান আশিক।


No comments:

Post a Comment